جزییات کتاب
"আজকাল পাশ্চাত্যের দেশ সমূহে দিন দিন যে সকল নূতন বৈজ্ঞানিক তত্ত্বের আবিষ্কার হইতেছে, আমাদের দেশের অধিকাংশ লোকে নানা কারণে, তাহা জানিতে পারেন না। ভিন্ন ভিন্ন দেশের সাহিত্য ও বিজ্ঞান হইতে, জনসাধারণের উপযোগী নানা বিষয়ের অনুবাদ দ্বারা আমাদের মাতৃভাষার পুষ্টি সাধন করা অধুনা একান্তই আবশ্যক। জ্যোতির্বিজ্ঞানের কোনও মৌলিক গবেষণা এই গ্রন্থখানির উদ্দেশ্য নহে; জ্যোতিষের যে সকল বিষয় বর্ত্তমান কাল পর্যন্ত্য প্রচারিত হইয়াছে তাহারই যৎসামান্য সংগ্রহ ও যথাযথ সন্নিবেশ করিয়া আমার স্বদেশবাসীর সম্মুখে উপস্থিত করিতেছি মাত্র। বঙ্গসাহিত্যে অনুরূপ পুস্তক নিতান্ত বিরল; বঙ্গভাষায় এইরূপ গ্রন্থ যতই অধিক প্রকাশিত হইবে, ততই আমাদের রুচি এদিকে আকৃষ্ট হইবে এবং জ্যোতির্বিদ্যায় আলোচনার দ্বার প্রসারিত হইবে।"
আমার এই ক্ষুদ্র যত্নের ফলে যদি দেশের দৃষ্টি কিয়ৎপরিমাণে এদিকে আকৃষ্ট হয় এবং অতঃপর কোন যোগ্যতর ব্যাক্তি এ বিষয়ে হস্তক্ষেপ করেন, আমার সকল শ্রম সার্থক হইবে।"
- কৃষ্ণলাল সাধু, গ্রন্থকার, পুরুলিয়া, ১৩২০ বঙ্গাব্দ।