جزییات کتاب
ছাত্র জীবন সর্বোৎকৃষ্ট জীবন। ছাত্র জীবনের এ সময়টুকুই জীবন গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জীবনের ভিত্তি মজবুতের উত্তম মুহূর্ত। এ সময়ের উপর নির্ভর করে প্রত্যেক ছাত্র-ছাত্রীর সামগ্রিক জীবনের সফলতা বা বিফলতা। তাইতো জীবনকে এগিয়ে নেয়ার জন্যে, সামগ্রিক সফলতা অর্জনের লক্ষ্যে, মৃত্যুর পরে মহান স্রষ্টা আল্লাহ তা'আলার দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতে উত্তীর্ণ হয়ে আখিরাতের জীবনে মহাসুখের স্থান জান্নাত লাভে ছাত্র জীবনের এ সময়টুকুর সৎব্যবহার তথা জ্ঞান অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। একনিষ্ঠভাবে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। ভাল ফলাফল অর্জন করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।অবশ্য আমাদের ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় অনেক সময় দিয়ে থাকে কিন্তু সে অনুযায়ী অনেকেরই ভাল ফলাফল হয় না। কিন্তু কেন? এ প্রশ্নের জবাব এক বাক্যে দেয়া কঠিন। তবে যেটুকু বুঝি সেটি হলো হ-য-ব-র-ল করে পড়ালেখা করলে ফলাফল ভালো করা যায় না। ফলাফল ভালো হওয়ার জন্যে চাই পড়ালেখার যথাযথ নিয়ম ও কৌশল জানা, রুটিন মাফিক পড়ালেখা করা। আর এভাবেই হয়তো ছাত্র-ছাত্রীদের ভালো হিসেবে আত্মপ্রকাশ এবং পরীক্ষায় অধিক নম্বর পেয়ে ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।এবার পড়ালেখার নিয়ম ও পরীক্ষায় ভালো করার কৌশল কী- এ প্রশ্নটি ছাত্র-ছাত্রীদের মনে আসা স্বাভাবিক। হ্যাঁ, পড়ালেখার নিয়ম ও ভালো ফলাফল অর্জনের কৌশল কী- এ বিষয়টি ছাত্র-ছাত্রীদের জানাতে এবং শিক্ষা জীবনের প্রতিটি স্তরে ভালো ফলাফল অর্জনকারী সেরা ছাত্র-ছাত্রীদের তালিকায় যেন তোমাদের নাম সংযুক্ত হয় সেজন্যেই এ বইটি তোমাদের হাতে তুলে দেয়ার প্রচেষ্টা। আশা ও বিশ্বাস, এ বইটি যেকোন ছাত্র-ছাত্রীদের পড়ালেখার রুটিন ও নিয়মতান্ত্রিকতায় পজিটিভ পরিবর্তন ঘটাতে সক্ষম হবে।